নোয়াখালী কবিরহাটে অর্থনৈতিক শুমারী২০২৪ প্রশিক্ষণ শেষে র্যালি।
মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।
নোয়াখালীর কবিরহাটে জাতীয় অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে কবিরহাট উপজেলাধীন সকল জোনের সুপারভাইজার ও গণনাকারীদের নিয়ে ৪ দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় কবিরহাট উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে ও আবদুল্লাহ মিয়ারহাট কলেজে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরওয়ার উদ্দিন।
প্রশিক্ষণের সেশন পরিচালনার কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হারুন অর রশিদ,কবিরহাট উপজেলার শুমারী সমন্বয়কারী কাউসার জামিল, জোনাল অফিসার নাম সুমন কুমার নন্দী, জোনাল অফিসার নাম মোজাহেদ হোসাইন আকাশ, সহকারী জোনাল অফিসার নাম মোঃ ইমরান নাজির ও মোঃ আবদুল্লাহ আল নোমান ও মোঃ নোমান হুসেন।
১৯৮৬ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক শুমারি ৪র্থ পর্যায়ে আগামী ১০ই ডিসেম্বর থেকে ২৬ পর্যন্ত সারাদেশে একযোগে চলবে। এর মধ্যে কবিরহাট উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে ৩টি জোনে ভাগ করে অর্থনৈতিক শুমারীর কাজ করা হবে।
আরো পড়ুন।