পটুয়াখালী-মির্জাগঞ্জ মহাসড়ক নয় যেন মরণ ফাদ।

পটুয়াখালী-মির্জাগঞ্জ মহাসড়ক নয় যেন মরণ ফাদ।

পটুয়াখালী-মির্জাগঞ্জ মহাসড়ক নয় যেন মরণ ফাদ।

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।

পটুয়াখালীর মির্জাগঞ্জ সদর রাস্তা মরণ ফাদে পরিণত হয়েছে যার ভোগান্তিতে হাজার হাজার মানুষ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে আগত লোকজন।

মির্জাগঞ্জ পটুয়াখালী যাতায়াত এর মেইন সড়কের বিভিন্ন জায়গায় গর্ত হয়ে দৈনিক সমস্যা পরেন এলাকাবাসী ছাএ ছাএী পর্যটক সহ হাজারো মানুষ মির্জাগঞ্জে একটি ঐতিহ্যবাহী হক দরবার হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব( রঃ) এর মাজার জিয়ারত করতে আসেন দুর দুরান্ত থেকে হাজারো মানুষ একই রাস্তা দিয়ে সরকারি বেসরকারি সাধারণ জনগন দৈনিক অফিস আদালত এবং কাজে যায় স্কুল কলেজে মাদ্রাসায় যায় শত শত শিক্ষার্থীরা৷ রাস্তার বেহাল অবস্থায় দুর্ভোগে পরেন তারা বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হয়।

এই রাস্তাটি দিয়ে বরগুনা জেলার বেতাগী,খুলনার মানুষ ও চলাল করে জানা যায় ওভারলোট ট্রাক নিয়ে লেবুখালি সেতু পারাপার না হতে পারায় তারা মির্জাগঞ্জ হয়ে পায়রা ফেরি পেরিয়ে জেলা সদরে যায়। ওভার লোট মাল বাহী ভারি যানবহন চলায় রাস্তার বেহাল অবস্থা ভোগান্তিতে সাধারণ জনগন সহ শিক্ষার্থী ও সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী মাজারে আসা আগত লোকজন। এলাকাবাসী সহ সকলের দাবী কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হোক। যাত্রা হোক নিরাপদ।

 

আরো পড়ুন।

 

http://আজ লামা উপজেলার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয় ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *