কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপে পর্যটন স্পষ্ট করতে পরিদর্শনে আসেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ও সচিব নাসরীন জাহান সহ একটি টিম।
শুক্রবার ( ৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গোলারচরে পর্যটন মন্ত্রাণালয়ের উপদেষ্টা সহ দপ্তরে ৬-৭ জন কর্মকর্তা পরিদর্শনে আসেন।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন।
ইউএনও জানান,শুক্রবার সকাল ১০ টার দিকে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ সহ সফরসঙ্গী হিসাবে পর্যটন মন্ত্রাণালয়ের সচিব নাসরীন জাহান ও ৬-৭ জন কর্মকর্তাবৃন্দ শাহপরীর দ্বীপে আসেন।প্রতিনিধি দল শাহপরীর দ্বীপ গোলারচর পরিদর্শন করেন এবং গোলারচরকে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করে।
ইউএনও আরও জানান, প্রতিনিধি দলটি শাহপরীর দ্বীপ বিজিবির সাউদার্ন পয়েন্টে কিছুক্ষণ অবস্থানের পরে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ ও জেটিঘাট দেখেন। পরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়ের উপদেষ্টা মহোদয় দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন।
আরো পড়ুন।
http://বান্দরবান জেলার মানবতার পুলিশ সুপার অসহায় ও হতদরিদ্র দের মাঝে রাতের খাবার বিতরণ করেন।