পিসিসিপি বান্দরবান’র উদ্যোগে রেইচায় ‘উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত।

পিসিসিপি বান্দরবান’র উদ্যোগে রেইচায় ‘উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত।

পিসিসিপি বান্দরবান'র উদ্যোগে রেইচায় 'উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ' অনুষ্ঠিত।

বান্দরবান প্রতিনিধি

আজ (১৪/১২/২০২৪) শনিবার বিকাল ৪.৩০ টায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে শিশুশ্রমের পরিবর্তে শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ‘উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গোয়ালিয়াখোলা ও রেইচা এলাকার শিশু, অভিভাবক ও সচেতন নাগরিকদের নিয়ে উক্ত “উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে প্রায় শতাধিক শিশু, অভিভাবক ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আসিফ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক জনাব হাবিব আল মাহমুদ এর সভাপতিত্বে এবং দপ্তর ও প্রচার সম্পাদক জনাব মিছবাহ উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নুরুল আবছার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ বান্দরবান সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসাইন, ছাত্র পরিষদ বান্দরবান সদর ইউপি শাখার সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা শিশুশ্রমের কুফল এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। একটি পিছিয়ে পড়া জাতির উন্নতির মূলমন্ত্র হলো শিক্ষা। বিভিন্ন কারণে সেই ‘শিক্ষা’ থেকে বঞ্চিত উপজাতীয় এবং বাঙালি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পিসিসিপি বান্দরবান’র পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার, বই উপহার, ভর্তি সহায়তা এবং শিক্ষাবৃত্তিসহ প্রয়োজনীয় সহায়তার প্রদানের আশ্বাস দেন।

পিসিসিপি বান্দরবান’র উদ্যোগে আগামীতে বান্দরবান’র বিভিন্ন দূর্গম ও প্রান্তিক এলাকায় এধরনের ‘উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ’ আয়োজন করবেন বলে জানান।

 

আরো পড়ুন।

 

http://কক্সবাজার মাদ্রাসাতুল মাদীনা মাদ্রাসায় পাগড়ি প্রদান পুরস্কার বিতরণ হিফজের সবক প্রদান সম্পন্ন কামাল উদ্দীন জয় উখিয়া।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *