প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী বাঁশখালী শাখার মাসিক উন্নয়ন সভা ও চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
মোহাম্মদ আমিনুল ইসলাম,চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী বাঁশখালী শাখার মাসিক উন্নয়ন সভা ও সকল UM, FA এর মাঝে চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। উক্ত অনুষ্ঠানে সঞ্চলনা করেন কোম্পানির ইউনিট ম্যনেজার মাওলানা নাছির উদ্দীন, সভাপতিত্ব করেন, বাঁশখালী শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বীমা জগতের আইডল বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব কোম্পানির জি.এম মোহাম্মদ মামুনুল হক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির ডিজিএম মোঃ সামসু উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক এসটি বাংলা টিভি ও দৈনিক সোনালী সময় এর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম আরো উপস্থিত ছিলেন, মোঃ নুরুল আমিন, মোহাম্মদ খালেক, মোঃ বেলাল উদ্দীন, নেজাম উদ্দীন, ফরিদুল ইসলাম ইমন, মাওলানা মির ছোয়াদ, তাওছিফ, রাবেয়া বেগম, জাফরিন আকতার, মোরশেদা বেগম, শাহীন আক্তার, তামান্না সোলতানা উর্মী, হাফছা বেগম রুমা প্রমূখ। প্রধান অতিথি বলেন,
বর্তমানে বীমা খাতে অনেক পশ্চাদপদতা ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বীমা শিল্পের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা বীমা শিল্পের কাঙ্খিত উন্নয়ন সাধনে সচেষ্ট রয়েছি। বীমা খাতের ও প্রগতি লাইফ ইন্সুইরেন্স অগ্রযাত্রায় অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে বীমা দাবি নিষ্পত্তি ও সেবার মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বীমার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা। প্রগতি লাইফ ইন্সুইরেন্স কর্তৃপক্ষ গ্রাহক সেবার মানোন্নয়ন ও দ্রুত বীমা দাবী পরিশোধে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবনী বীমা পরিকল্প সকল শ্রেণী পেশার নাগরিকের নিকট পৌঁছবে বলে আশা করা যায়।
অনুরূপভাবে ক্ষুদ্রবীমার মাধ্যমে লক্ষ লক্ষ ক্ষুদ্রঋণগ্রহীতাকে বীমার আওতায় আনয়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে বিশেষ করে নারীদের জন্য বীমা পরিকল্প বিক্রয়ের ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নতুন গ্রাহক সৃষ্টি করছেন, তাই বীমা পরিকল্প বিপণনে নারীদের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে সবাইকে লটারীর মাধ্যমে চারা বিতরণ করা হয়। বক্তারা আরো বলেন, আজকে যে চারা বিতরণ হচ্ছে এই চারাটা আপনারা যথাযথ পরিচর্যা করলে ভালো ফলন হবে তেমনি ভাবে পলিসি হোল্ডারদেরকে ভালো করে নার্সিং তারা বীমা জগতে ভালো অবদান রাখবে।
আরো পড়ুন।
http://বান্দরবান লামায় এক গৃহবধূকে সন্ত্রাসী কায়দায় নির্যাতন আদালতে মামলা দায়ের।