কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন র্যাব ১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ১২ ঘটিকার সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক ।
প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সাবজার- জেইউসি’র সভাপতি জি এ এম আশেক উল্লাহ। অনুষ্টান উপস্থাপনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান শামসুল হক শারেক।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী, দৈনিক কালের কন্ঠের কক্সবাজার ব্যুরো প্রধান আনছার হোসেন,কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হেলালী, এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, ভোরের ডাক প্রতিনিধি মোহাম্মদ হাশিম, কালবেলা প্রতিনিধি এম আর মাহবুব, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি হাসানুর রশীদ, বাংলাভিশন প্রতিনিধি এম আর খোকন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ, সমকাল প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এসএম আমিনুল হক চৌধুরী ও আতাহার ইকবাল,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্য কালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধী দের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারী দের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে আরো ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ কর্মকাণ্ড কমিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কক্সবাজার র্যাব ১৫ এর কমান্ডার খায়রুজ্জামান।
আরো পড়ুন।
http://জামায়াতে ইসলামী আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথ সভা।