বন্দরে সাবেক এমপি এস এম আকরামের দাফন সম্পন্ন।

বন্দরে সাবেক এমপি এস এম আকরামের দাফন সম্পন্ন।

বন্দরে সাবেক এমপি এস এম আকরামের দাফন সম্পন্ন।

শিউলি আখতার ক্রাইম রিপোর্টার।

১৭ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর নামাজের পর আলী নগর ঈদগা ময়দানে নারায়নগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামের তৃতীয় জানাজা শেষে আলী নগর কবর স্থানে দাফন করা হয়, এর আগে নারায়ন গঞ্জ থানা পুকুর পাড় জামে মসজিদের জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি বন্দর আলী নগর আনা হয় এ সময় তা র জানাজায় অংশ নেন, নারারায়ন ৫ আসনের সাবেক সংসদ সদস্য এডঃ আবুল কালাম এম পি,বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ রহমান , সাবেক চেয়ার ম্যান আতাউর রহমান মুকুল,নাগরিক ঐক্যের কেন্দীয় কমিটির সাধারন সম্পাদক সহিদুল্লাহ আনসারী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জিএম আরমান, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবেদ হোসেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মাইনউদ্দিন আহম্মেদ কেন্দীয় নাগরিক ঐক্য সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাওসার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার ম্যান বি এ মাসুদ, বন্দর থানা নাগরিক ঐক্য সাধারন সম্পাদক বাবুল ডালী, নারায়ন গঞ্জ সিটি করর্পোরেসন ওয়ার্ড সাবেক কাউন্সিলয় ফয়সাল মোঃ সাগর,আবুল কাউসার আশা,হান্নান সরকার,সুলতান আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শহিদ হোসেন, মফিজল হোসেন হাবীব হোসেন, ইস্তেয়াক হোসেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, সাধারন সম্পাদক ইব্রাহিম কাসেম, বি এন পি নেতা মহিউদ্দিন শিশির, রিপন মিয়া,স্বপন মিয়া, সহ সর্বদলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত থেকে সকলে জানাজায় অংশ নেন।
উক্ত জানাজার নামাজ ও মোনাজাত পরিচালনায় করেন আলী নগর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব,মাওলানা মুফতি মহিব্বুল্লাহ সালেহি, এভার কিয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন,
মৃত্যুকালে তার দুই ছেলে তানবির আকরাম, ছোট ছেলে তেহসিন আকরাম নাতী নাতনী,সহ ,অসংখ্য গুনী জন রেখে গেছেন।

 

আরো পড়ুন।

 

http://বীর মুক্তিযোদ্ধা দুধু মিয়া। ৫৩ বছর আগে জীবনের মায়া ছেড়ে যুদ্ধে গিয়েছিলেন। তাঁদের বীরত্বের ফসল স্বাধীন বাংলাদেশ ভোগ করছি আমরা।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *