১৭/৯/২০২৪ ইং রোজ মঙ্গলবার বাদ যোহর নারায়ণগঞ্জ বন্দর অটো স্টানের অটো চালক ও ব্যবসায়িকদের যৌথ উদ্যোগে অটো চালক মরহুম মমিনুল মোল্যার জন্য দোয়াও মিলাদ উপলক্ষে প্রায় ৩ শত লোকের মাঝে নেয়াজ বিতরণ করেন এই নেয়াজের উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন মরহুম মমিনুল মোল্লা কে ক্ষমা করে দে আমিন আয়োজনে বন্দর ঘাটের সকল অটো চালক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অটো স্টানের অটো চালক দের প্রতিনিধি মোহাম্মদ জাফর মোঃ উজ্জল বন্দর ঘাটের ব্যবসায়িক মোহাম্মদ নাজির হোসেন বন্দর ঘাটের ব্যবসায়ী মোহাম্মদ আমির হোসেন বন্দর ঘাটের ব্যবসায়ীক মোহাম্মদ রহিম বন্দর ঘাটের ব্যবসায়ীক মোহাম্মদ ফরিদ বন্দর ঘাটের ব্যবসায়ীক মোঃ ফিরোজ বন্দর ঘাটের ব্যবসায়ীক মোঃ মুন্না বন্দর ঘাটের ব্যবসায়ীক মোঃ সাদ্দাম
মোঃ জাকির হোসেন ড্রাইভার মোঃ মুজিবুর রহমান ড্রাইভার মোহাম্মদ জুম্মান ড্রাইভার মোহাম্মদ জাহাঙ্গীর ড্রাইভার মোহাম্মদ আলী ড্রাইভার মোহাম্মদ রাসেল ড্রাইভার ড্রাইভার মোহাম্মদ আমির সাব ড্রাইভার মোঃ সোহেল ডাইভার মোঃ দেলোয়ার হোসেন ড্রাইভার মোঃ বাবুল মোহাম্মদ আনিস ড্রাইভার মোহাম্মদ মিলন ড্রাইভার মোহাম্মদ জসিম ড্রাইভার মোঃ শ্যামল ড্রাইভার মোঃ সুমন ড্রাইভার মোহাম্মদ রওশন ড্রাইভার মোঃ শাহজাহান ড্রাইভার মোঃ হযরত আলী ড্রাইভার সহ বন্দর অটো স্টানের আরো সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
আরো পড়ুন।