দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতি।
তারি ধারাবাহিকতায় চাঁদপুরসহ শাহরাস্তিউপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দিয়েছে সমিতি। গত শনিবার (১ আগষ্ট ) রবিবার সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতি সভাপতি আবুল বাসার পাটওয়ারী বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়াবে।
সাম্প্রতিক অতি বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে ১১টি জেলায় ভয়াবহ বন্যা হয়েছে। এতে শাহরাস্তি জেলার লক্ষাধীক মানুষ ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। জাতির এই দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। অত্র সমিতি সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন ,অবসরপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য কল্যান সমিতির সভাপতি এবং সুচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ বাশার পাটোয়ারী, মাষ্টার ওয়ারেন্ট অফিসার সামছুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা সৌরভ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরো পড়ুন।
http://নোয়াখালী বন্যার্তদের মাঝে বাংলাদেশ মানব কল্যান পরিষদ ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন।