বরিশাল জেলা মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন।
বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান।
বরিশাল জেলা উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ও মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর (স্যরক্ষিত) রাশেদা বেগম বিউটির নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৯ নং চুনারচর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক কাউন্সিলর রাশেদা বেগম বিউটি সাংবাদিকদের জানান,,তিনি ২০২২/২০২৩ অর্থবছরে তার ওয়ার্ডের একটি রাস্তার কাজ কিনেন এক ঠিকাদারের কাছ থেকে। গত অক্টোবর মাসে সেই কাজটি শুরু করতে গেলে স্থানীয় যুবদল নেতা দাবীদার মোহাম্মদ হোসেন গাজী ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন বলে অভিযোগ করেন মহিলা দলের এই নেত্রী। চাঁদা না দিলে তার হাত পা ভেঙ্গে দেবে এবং কাজ বন্ধ করে দেবার হুমকি দেন বলে তিনি জানান। শুত্রবার বিকেলে স্থানীয় গোডাউন রোড দিয়ে পাতারহাট বন্দরে আসার সময় পিছন থেকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও চাঁদার জন্য হুমকি ধমকি দিতে থাকে ঐ যুবনেতা। এরই পরিপ্রেক্ষিতে তিনি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকেন তার নিজ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে। মহিলা দল নেত্রী বিউটি বেগম আরো জানান, মোহাম্মদ গাজীর দলীয় কোনো পদ নাই। তিনি বিগত ১৭ বছর দেশেই ছিলেন না। প্রথম দিকে মোহাম্মদ গাজী বিদেশে ছিলেন। সেখান থেকে এসে ঢাকাতে তেলের ব্যবসা দেন। ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর দেশে ফিরে এসে তিনি যুবদল কর্মী বনে যায়। তার ফ্যামেলির সবাই আওয়ামীলীগের সাথে জড়িত। ঘাট দখল, নদীতে জেগে ওঠা চর দখল,,বালুমহল দখলসহ চাঁদাবাজির সাথে জড়িত এই মোহাম্মদ গাজী। সে উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু জমাদ্দারের ক্যাসিয়ার হিসেবে এলাকায় পরিচিত বলে জানান মহিলা দল নেত্রী বিউটি বেগম। তিনি এই চাঁদাবাজ মোহাম্মদ গাজীর হাত থেকে বাঁচতে জীবনের নিরাপত্তা দাবী করেন প্রশাসনের নিকট
আরো পড়ুন।
http://টাঙ্গাইলের সখিপুরে কুটুম পাগলার মেলা বন্ধের দাবিতে মতবিনিময় সভা।