বরিশাল মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।
মোঃসাইদুল ইসলাম তানবীর বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে মেহেন্দিগঞ্জে পালিত হয়েছে আর্ন্তজাতিক দুনীতি প্রতিরোধ দিবস। বরিশালের মেহেন্দিগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” বিষয়ক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা পরে দুদকের পতাকা উত্তোলন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মশিউর রহমান। পরে তারই সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরীফা আক্তার, যুব উন্নয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খোকন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আঃ রাজ্জাক জমাদ্দার, সাধারন সম্পাদক মাহামুদুল হাসান ফরিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল বারী খোকন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ আলী সৈকত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাষ্টার আব্দুল হক, সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সংস্থাটির সদস্য সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমা প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজ করছে, আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, দূর্নীতিকে সবসময় আইনের মাধ্যমে, মামলা দিয়ে নির্মূল করা যায় না। একে নির্মূল করতে হলে নিজেকে নৈতিক চরিত্রে অধিকারী, মানবিক হতে হবে। সমাজে নিম্নস্তর হইতে উচ্চপর্যায়ে দুর্নীতি ছড়িয়ে আছে তাই একমাত্র সচেতনতাবোধই পারে দুর্নীতিকে নির্মূল করতে। দুদকে দুর্নীতি দমন ও প্রতিরোধের মধ্যে, দমন করনের পর্যায় রয়েছে ৫ টি আার প্রতিরোধ মুলক পর্যায় রয়েছে ৬ টি। তাই একমাত্র জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে, উপজেলা চত্বরের সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন।
http://টাঙ্গাইলের সখিপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫।