বাঁশখালীতে এস আর বাস কাউন্টার স্থাপনে বা চালু করার দাবীতে জনমত জরিপ।

বাঁশখালীতে এস আর বাস কাউন্টার স্থাপনে বা চালু করার দাবীতে জনমত জরিপ।

বাঁশখালীতে এস আর বাস কাউন্টার স্থাপনে বা চালু করার দাবীতে জনমত জরিপ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

অবহেলিত বাঁশখালীতে এস আর বাস কাউন্টার স্থাপনে বা চালু করতে বাঁশখালীর বিভিন্ন স্থানে সকল শ্রেণি পেশাজীবি মানুষের কাছ থেকে বাঁশখালীবাসী ও ছাত্র সমাজের আয়োজনে জনমত জরিপ নেওয়া হয়েছে।
বাঁশখালীতে এস আর বাস কাউন্টার স্থাপন ও ভাড়া কমানোর জন্য প্রেম বাজার জংশন স্টেশনে, নাপোড়া বাজার, চাম্বল বাজার জংশন স্টেশনে, মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজ শিক্ষক , ছাত্র ছাত্রী, ব্যাংকার, ব্যবসায়ী, বাজার কমিটি, সাধারণ পথচারী, শহরগামী বিভিন্ন শ্রেণীর পেশাজীবী,আইনজীবী, যাত্রীদের থেকে ভিডিও সহকারে জনমত জরিপ নিয়েছেন বাঁশখালী ওছাত্রসমাজ। সাধারণ মানুষের প্রানের দাবী বাঁশখালী বুকের উপর দিয়ে চলাচল করা এসআর পরিবেশের কোনো কাউন্টার নেই অনতিবিলম্বে কাউন্টার স্থাপন বা চালু করার দাবী জানায়িছেন বিভিন্ন প্রকারের পেশাজীবি ও ছাত্র সমাজের লোকজন।

 

 

আরো পড়ুন।

 

http://প্রায়ত রশু ও আমানতের স্মরণে বন্দর থানা কৃষকদলের দোয়া।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *