বাঁশখালীতে কার্ডিয়াক রোগের প্রাথমিক ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালীতে কার্ডিয়াক রোগের প্রাথমিক ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার পার্কভিউ হসপিটাল লিমিটেড এর আয়োজনে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক সহযোগিতায় বাঁশখালী উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি এর বাঁশখালী উত্তর ও উত্তর পশ্চিমের সদস্যদের নিয়ে সেমিনার অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক, এটিএম রেজাউল করিম, পার্কভিউ হসপিটাল পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর ডা: শাহ আলম, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা: রফিকুল হাসান, হৃদরোগ বিশেষজ্ঞ শওকত হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মিনহাজুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ মনির উল্লাহ, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: সগির, ডা: জিয়াউল কাদের, মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম, ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলার প্রবীণ চিকিৎসক ডাঃ ফররুখ আহমদ ফারুখ ও শিশু রোগ বিশেষজ্ঞ বাঁশখালীর কৃতিসন্তান ডাঃ শাহেদ বিন মোস্তফা আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সভাপতি ডাঃ কাইছার হামিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ হারেছ,
লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর নির্বাহী সদস্য মোঃ শহীদুল ইসলাম ও হেলাল উদ্দিনসহ বাঁশখালী উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সকল পল্লী ডাক্তার, অসংখ্য কেমিস্ট ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন।
http://সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।