বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে অতর্কিত হামলায় আহত ছয়, গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে প্রেরণ।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে অতর্কিত হামলায় আহত ছয়, গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে প্রেরণ। বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ওসমানগং দের সাথে আব্দুছ সত্তরগং এর জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল, অনেকবার মীমাংসা করতে চাইলেও বিবাদীগণ আপোষ মীমাংসা আসে নাই, গতকাল হঠাৎ করে বিবাদী আব্দুছ সত্তর এর নির্দেশে তারা সংঘবদ্ধ হয়ে ওসমানগং দের উপর দা, কিরিচ, বটি ও বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালায় এতে মোঃ ওসমান গুরুতর আহত হন। আরো আহত হন, আয়েশা খাতুন, মোঃ ওমর ফারুক, নাছিমা, মোঃ ফোরকান ও দ্বীন মোহাম্মদ।
বিবাদীগণ হচ্ছে,
মাওলানা আনিছুর রহমান জিহাদী, পিতা: আব্দুছ সত্তর
মাওলানা আরিফ পিতা: আবদুছ সত্তর
মাওলানা হাবিব পিতা: আবদুছ সত্তর
মাওলানা মাদুম পিতাঃ আবদুছ সত্তর
মোঃ বুরহান পিতা: মাওলানা আব্দুল খালেক
আবদুল গফফার পিতা: আবদুল হক
মো: আবরার পিতাঃ আবদুল গফফার
নেজাম উদ্দীন পিতা: ইব্রাহিম।
ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার দাবী করেন।