বাঁশখালীতে ২০২৩-২০২৪ চক্রের “ভিডাব্লিউবি ” উপকারভোগী মহিলাদের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালীতে ২০২৩-২০২৪ চক্রের “ভিডাব্লিউবি ” উপকারভোগী মহিলাদের প্রশিক্ষণ কর্মসূচী ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় ও কোকদন্ডী নারী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্নশালায় উপস্থিত ছিলেন, সঞ্চয় চক্রবর্তী, সমন্বয়কারী,
কোকদন্ডী নারী উন্নয়ন সমতি।
প্রশিক্ষণ দেন, বাসুদেব রুদ্র, সিনিয়র প্রশিক্ষক, কোকদন্ডী নারী উন্নয়ন সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসটি বাংলা টিভি ও দৈনিক সোনালী সময় এর বাঁশখালী প্রতিনিধি মাস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, ৫ নং কালীপুর ইউনিয়নের ভিজিডি কার্ড এর উপকারভোগী মহিলারা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
আরো পড়ুন।
http://নিজের ঘরে আগুন দিলো প্রতিবন্ধী ছেলে