বাঁশখালী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা সম্মেলন’২৪ অনুষ্ঠিত!

বাঁশখালী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা সম্মেলন’২৪ অনুষ্ঠিত!

বাঁশখালী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা সম্মেলন’২৪ অনুষ্ঠিত!

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

২১ ডিসেম্বর’২৪ইং তারিখ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম বাঁশখালী কালীপুরস্থ নুরজাহান কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন’২৪ এবং আলোচনা সভা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহ সুফি মাওলানা ইসহাক হুজুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ডক্টর মাওলানা সাইয়্যেদ আবু নোমান, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল- বাংলাদেশ মজলিসুল মোফাস্সেরীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর মাওলানা নেজাম উদ্দিন, অধ্যাপক -আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাশখালী উপজেলা পরিষদ। অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যন, উপজেলা পরিষদ ও দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। এডভোকেট মুহাম্মদ আবু নাছের, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি। ইন্জিনিয়ার শহিদুল মোস্তফা, মাষ্টার আব্দুর রহিম ছানুভী, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা মহিউদ্দীন, এডভোকেট জি এম সাইফুল ইসলাম, খোরশেদ আলী চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মনিরুল আলম, শাহ সূফী মাওলানা আব্দুর রহমান, শাহ সূফী মাওলানা আহমদ নজির সাহেব, অধ্যক্ষ মাওলানা মীর আহমদ আনছারী, মাওলানা শহিদুল্লাহ, আক্তারুজ্জামান, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাওলানা নুরুল হক সুজিত, আমীর হেফাজতে ইসলাম বাঁশখালী, মুহতামিম মাওঃ আবু বক্কর মাদ্রাসা ,অধ্যক্ষ আবু রাশেদ মুহাম্মদ মুজাম্মেল।
সম্মেলনে বাঁশখালীর বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এটি ইসলামিক ঐক্য ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে একটি বিশাল সমাবেশ হিসেবে দেখা যায়।
সম্মেলনের বক্তারা বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত করা ছাড়া প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিগত জালেম সরকার ইসলামী আলেম ও ওলামাদের উপর অন্যায়-অত্যাচার করেছে, তাদেরকে হক কথা বলতে বাধা দিয়েছে এবং অনেককে জুলুম করে শহিদ করেছে। আমরা এমন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”
বক্তারা আরও বলেন, “আলেম সমাজের দায়িত্ব হলো ইসলামি শরীয়াহ প্রতিষ্ঠার জন্য নিরন্তর কাজ করা। ইসলামের মহান আদর্শ ও কোরআন-সুন্নাহর আলোকে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য আলেমদের ভূমিকা অপরিসীম। ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে কাজ করতে হবে এবং জনগণের মধ্যে ইসলামী চেতনা ছড়িয়ে দিতে হবে।”
সম্মেলনে বক্তারা দেশের চলমান সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “ইসলামী ঐক্য ছাড়া জালেম সরকারের দমননীতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের জালেম সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য আলেম ও সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে।”
উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে ইসলামের পথ অনুসরণ করে সঠিক নেতৃত্ব গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মেলনে স্থানীয় আলেম-ওলামারা একাত্মতা প্রকাশ করে বলেন, “আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বাঁশখালীর সচেতন মহল এই উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছে। তারা মনে করেন, ইসলামী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতাবোধ ফিরে আসবে।
এই সম্মেলনটি ইসলামী ঐক্যের নতুন দ্বার উন্মোচন করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

 

আরো পড়ুন।

 

http://ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানা কৃষক দলের পুর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা ও ২৩ তারিখের জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *