বাঁশখালী সাধনপুর ইউনিয়ন পরিষদে আগত প্রান্তিক মুসলমানদের জন্য এবাদত খানা ও পরিষদের প্রধান গেইট শুভ উদ্বোধন করা হয়েছে।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালী সাধনপুর ইউনিয়ন পরিষদে আগত প্রান্তিক মুসলমানদের জন্য এবাদত খানা ও পরিষদের প্রধান গেইট শুভ উদ্বোধন করা হয়েছে।
বিগত ২৩/১০/২০২৪ ইংরেজি রোজ বুধবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় ২ নং সাধনপুর ইউনিয়ন পরিষদে, পরিষদ সৃষ্টির পর এই প্রথম ইউনিয়ন পরিষদের প্রান্তিক মুসলমান জনগোষ্ঠীর জন্য আল্লাহর ইবাদত ও নামাজ আদায় করার জন্য এবং দীর্ঘকাল প্রান্তিক মানুষের দাবি ছিল ইউনিয়ন পরিষদে একটি এবাদতখানা করার জন্য এবং সেটি আজ পূরণ হয়েছে। ইনশাআল্লাহ কাজ শেষ করে আজকে শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সাধনপুর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব কে. এম. সালাহ্উদ্দিন কামাল ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বাবু নোবেল ভট্টাচার্য এবং সাধনপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ এবং গ্রাম পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের মাধ্যমে প্রান্তিক মুসলমানের প্রানের দাবী পূরণ করতে পেরেছি।
আজ যে দুটি স্থাপনা, শুভ উদ্বোধন করা হলো এই দুইটি স্থাপনা ইউনিয়ন পরিষদের সৃষ্টির পর থেকে প্রান্তিক মানুষের দাবি ছিল সেটি আজ পূরণ হয়েছে।
আরো পড়ুন। http://সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।