বান্দরবান -রুমা- থানছি- রোয়াংছড়ি -বাগমারা কেরানিহাট -চন্দ্রঘোনা -আলীকদম -লামা- ফাসিয়াখালি - নাইক্ষ্যংছড়ি
অটো রিক্সা অটো টেম্পু ও সিএনজি মাহিন্দ্রা মালিক সমিতি মালিক ও শ্রমিক সদস্যদের সবার সর্বসম্মতিক্রমে নব নির্বাচিত সভাপতি জহির উদ্দীন (মাসুম) নির্বাচিত হন। বিজয় এর পরে আনন্দ মিছিল করেন বান্দরবান বাজারে। মালিক সমিতির সাধারণ সদস্যরা শ্রমিকের নেতৃবৃন্দরা।বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সদস্যরা। ও মালিক সমিতির সদস্যবৃন্দরা ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। নবনির্বাচিত সভাপতি জহির উদ্দিন মাসুম বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল মালিক সদস্যদের কে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কাজ করার অঙ্গীকার করেন।