বান্দরবান রুমায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে প্রফুল্লতা।

বান্দরবান রুমায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে প্রফুল্লতা।

বান্দরবান রুমায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে প্রফুল্লতা।

রুমা প্রতিনিধি লোকমান হাকিম।

বান্দরবান রুমায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের মাঠ ভরে ওঠেছে সোনালী পাকা ধানে। ফলন ঘরে তুলতে মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় কৃষকের মুখে হাসি।

সদর ইউনিয়নের কৃষক মো সাগর জানান, এবছর আমন ধানের অনেক ভালো ফলন হয়েছে। তবে শুরুর দিকে জমি তৈরি করতে অনেক পরিশ্রম করেছি, আল্লাহর রহমতে বৃষ্টি ও আবহাওয়া ভালো হওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

রুমা উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ২৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে ৩২ হেক্টর জমিতে। ফলন হয়েছে ১৬০ মেট্রিক টন।

উপজেলা কৃষি অফিসার কাজী রাকিব জোবায়ের জানান, এবছর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কম ও পরিবেশ অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে।

উপ-সহকারী কৃষি কমকর্তা সুতিমল তঞ্চঙ্গা জানান, কৃষকদের সহযোগিতা করতে বিনামূল্যে ধানের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার, ও আমন ধানের বিভিন্ন রোগবালাই সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে। এবং পরিচর্যায় ত্রুটি না থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

আরো পড়ুন।

 

http://আজ লামা উপজেলার সরই ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগামী জন সমাবেশকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *