শুভ প্রবারণা পূর্ণিমায় উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পালন ও সম্প্রীতির প্রতীকস্বরুপ সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড এর উদ্যেগে সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার(১৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধি অঞ্জন বড়ুয়া এবং ৬ নম্বর ওয়ার্ড এর মার্মা সম্প্রদায়ের প্রতিনিধি এমংসিং মার্মা এর কাছে এই সহায়তা প্রদান করা হয়।
বান্দরবান রুমায় বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের বসবাস রয়েছে। ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও ঐতিহ্য রক্ষার্থে বিগত বছরগুলোতে ব্যাপক আকারে বিভিন্ন ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানাদির আয়োজনে মধ্য দিয়ে সকলের সার্বিক সহযোগিতায় ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) সার্থক ও সাফল্যমন্ডিতভাবে পালিত হয়ে আসছে। বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের কয়েকটি উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) একটি মহান ধর্মীয় অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানকে আরো সুসজ্জিত করতে, সকল ধর্মের প্রতি সম্মান ও সম্প্রীতি প্রদর্শনের জন্য ৯৭ পদাতিক ব্রিগেড এর ভারপ্রাপ্ত ব্রিগেড মেজর, মোঃ কামরুল হাসান, পিএসসি, ২ নম্বর রুমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এর বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধি অঞ্জন বড়ুয়া এবং ৬ নম্বর ওয়ার্ড এর মার্মা সম্প্রদায়ের প্রতিনিধি এমংসিং মার্মা এর কাছে শুভেচ্ছা উপহার ও উদযাপন পরিষদ কমিটির সদস্যগণের সাথে মতবিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ৯৭ পদাতিক ব্রিগেড এর ভারপ্রাপ্ত ব্রিগেড মেজর, মোঃ কামরুল হাসান পিএসসি, ডিএএএন্ডকিউএমজি, মেজর শোভন কবির এবং গ্রেড স্টাফ অফিসার-৩ (ইন্টিলিজেন্ট) ক্যাপ্টেন মোঃ মজিদুল ইসলাম মারুফ এবং গ্রেড স্টাফ অফিসার-৩ (অপস) ক্যাপ্টেন কাজী ইনতিসার সালিম।
৯৭ পদাতিক ব্রিগেড এর ভারপ্রাপ্ত ব্রিগেড মেজর মোঃ কামরুল হাসান বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এই সম্প্রীতি রক্ষায় আমরা সকলেই একত্রিতভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আইনশৃংখলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি জনগনের জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আর্থিক সহায়তা এবং নির্বিঘ্নে আচার অনুষ্ঠান পালনের আশ্বাস পেয়ে ওয়াগ্যোয়াই-সাংগ্রাই (প্রবারণা পূর্ণিমা) কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটি সন্তোষ প্রকাশ করেন।
নির্বিঘ্নে ওয়াগ্যোয়াই-সাংগ্রাই (প্রবারণা পূর্ণিমা) উৎসব সুষ্ঠুভাবে পালনের স্বার্থে ৯৭ পদাতিক ব্রিগেড কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পাশাপাশি সার্বিক সহযোগীতার প্রদানের আশ্বাস প্রদান করেন
আরো পড়ুন।
http://বান্দরবানে নানা আয়োজনে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস।