বান্দরবান রুমায় সেনা জোনের ( ১বীর) কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বান্দরবান রুমায় সেনা জোনের ( ১বীর) কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বান্দরবান রুমায় সেনা জোনের ( ১বীর) কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মো লোকমান হাকিম রুমা প্রতিনিধি।

শনিবার (২১ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় রুমা জোনের আওতাধীন সুংসুং পাড়ায় ৯৭ পদাতিক ব্রিগেড (১ বীর) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় ৯৭ পদাতিক ব্রিগেডের (১ বীর) উদ্যােগে রুমা সুংসুং পাড়া আর্মি ক্যাম্পে ১৫ টি পাড়ার (মার্মা,বম,খুমী, এবং ম্রো) বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সারাদিন ব্যাপী ১১০ জন পুরুষ, ১৫০ জন মহিলা এবং ৯০ জন শিশুসহ মোট ৩৫০ জন পাহাড়িদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ বিতরণ করা হয়।

এসময় অসুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিএসএস- নয়া ক্যাপ্টেন মোঃ র সিন জামান অয়ন (আরএমও- ১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া এমবিবিএস, ( সি,ইউ) পিজিটি (চর্ম ও এলার্জি) সিসিডি (বারডেম) ডায়বেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদ মোহাম্মদ আব্দুল্লাহ আজিজ পিএসসি।

জোনের অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করেন।

 

আরো পড়ুন।

 

http://ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানা কৃষক দলের পুর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা ও ২৩ তারিখের জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *