লামা উপজেলার ফাঁসীখালী ইউনিয়নের ২৮৪নং ইয়াংছা মৌজার মেরিঞ্জায় আদিবাসীদের শত বছরের দখলীয় জায়গায় জবর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। চিহ্নিত ভূমিদস্য দুলাল মিয়া ও ফারুক গং দের বিরুদ্ধে,।
সরজমিনে গিয়ে জানা যায়, আদিবাসী লাইডক ত্রিপুরার নামীয় ইয়াংছা মৌজার জি/৩৪/নং হোল্ডিং এর
৫ একর তৃতীয় শ্রেণীর জায়গা সুবাস ত্রিপুরা ও রুবেল ত্রিপুরা বায়না নামা মূলে ক্রয় করে ভোগ দখল করে আছে,। স্থানীয়রা জানায় দুলাল মিয়া ও ফারুক চিহ্নিত ভূমিদস্যু ও মামলা বাজ নামে পরিচিত, সম্প্রতি মেরিঞ্জো এলাকায় পর্যটন সম্প্রসারিত হলে দুলাল মিয়াও ফারুক সহ একটি সঙ্ঘবদ্ধ চক্র আদিবাসীদের ভূমি জবরদখল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। আদিবাসীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ভূমিদস্যু দুলাল মিয়া ও ফারুক গংরা। আদিবাসীদের মিথ্যা মামলা ও ভয়-ভীতি প্রদর্শন করায় চরম আতঙ্কে আছেন মেরিঞ্জা পাহাড়ে বসবাসকারী আদিবাসীরা।
আরো পড়ুন।