চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ লামা চৌকি আদালতের প্র্যাকটিসরত আইনজীবী কল্যাণ সমিতি কর্তৃক এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট সাদেকুল মাওলা, এডভোকেট মামুনমিয়া, এডভোকেট এ, এইচ, এম আরিফ চৌধুরী, এডভোকেট জাহাঙ্গীর আলম খান, এডভোকেট রুবেল, এডভোকেট কবির হোসেন শান্ত, এডভোকেট রবিউল হোসেন, এডভোকেট জাফর আলম , এডভোকেট শওকত, এডভোকেট রবিউল হোসেন ইরান, এডভোকেট রুপেশ বড়ুয়া প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
আরো পড়ুন।