বান্দরবান সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।
বান্দরবান প্রতিনিধি।
সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের অসৈনিক চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ও লীলারাজ গৌর দাস প্রভু সহ বাংলাদেশ সনাতনী জাগরন মঞ্চের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজনে : বান্দরবান পার্বত্য জেলার সকল সনাতনী সংগঠন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিমুল দাশ, মিন্টু আইচ, শয়ন দাশগুপ্ত, এবং সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন সুমন দাশ। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ হিন্দু জাগরণ মন্ঞ্ব কতৃক উত্থাপিত ৮ দফা দাবি পেশ করেন। আয়োজক দের নেতৃেত্ব জয় শ্রী রাম স্লোগান এ বান্দরবান বাজার প্রদক্ষিণ করে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে এসে কীর্ওনের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশ শেষ করে।
আরো পড়ুন।