বিরলে ফসলী জমির মাঝে পুকুর খনন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত শত একর জমির পানি নিষ্কাসন বন্ধের অভিযোগ।
মোঃ কাদির স্টাফ রিপোটার
বিরলে ফসলী জমির মাঝে পুকুর খনন করে পাড় বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত শত একর জমির পানি নিষ্কাসন বন্ধের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। চলমান বৃষ্টিপাতে প্রায় ২০০ একর জমির ধান ক্ষেত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিচার দাবি করেছে ভূক্তভোগীরা।
উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর গ্রামের মৃত হাফিজ উদ্দীন এর ছেলে সহিবুর রহমান শুক্রবার দুপুরে থানায় দায়েরকৃত অভিযোগে জানান, মৃত উসমান আলী এর ছেলে মোঃ নুরজামাল (৩৫), মোঃ নুর ইসলাম (৪৫) এর জমির পাশে অভিযোগকারীসহ আরো ২৭ জন চাষির জমি আছে। উক্ত জমি আগে চাষাবাদকালে বর্ষার পানি তাদের জমির উপর দিয়ে নিষ্কাশন হইত। এমনিভাবে চলাকালিন তাদের জমিতে চলতি বছরে জানুয়ারি মাসে একটি পুকুর খনন করে। গত ২৬ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখ সারাদিন ও রাতে আকাশের বৃষ্টি হওয়ায় আমার সহ আরো ২৭ জন চাষির মোট ১৫০/২০০ একর জমির ফসল ডুবে গেছে। বিবাদীদ্বয়েরা উক্ত পুকুরটি খনন করায় তাদের জমির উপর দিয়ে বর্ষার পানি নিষ্কাশন করতে দেয় না। বর্তমানে উক্ত পানি আটক হওয়ার কারনে আমাদের ১৫০/২০০ একর জমির ফসলের ক্ষতি সাধন হচ্ছে। তাই আমি সহ ২৭ জন চাষি বিবাদীদ্বয়কে তাদের জমির উপর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করার জন্য বিনিত অনুরোধ করলে বিবাদীদ্বয় তাদের জমির উপর দিয়ে পানি নিষ্কাশন করতে দিবে না এবং আমাকেসহ ২৭ জন চাষিদের বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে বলে পানি নিষ্কাশন করতে দিব না কি করার আছে করতে পারিস। ঘটনার বিষয়ে সকল চাষিগন সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে জমিতে থাকা ফসল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
আরো পড়ুন।
http://হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সমাবেশ অনুষ্টিত।