বিরলে শিশুকন্যা’কে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু গ্রেফতার : কারাগারে প্রেরণ

 বিরলে শিশুকন্যা’কে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু গ্রেফতার : কারাগারে প্রেরণ

বিরলে শিশুকন্যা'কে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু গ্রেফতার : কারাগারে প্রেরণ

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার

বিরলে শ্যালিকার ১২ বছর বয়সী এক শিশু কন্যা’কে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ভিকটিমের আরেক খালু বিরল থানায় একটি মামলা দায়ের করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের জগতপুর গ্রামের ঠাটারীপাড়ার মৃত নছির উদ্দীনের ছেলে নুর নবী (৫০) তার শ্যালিকা সবিরন নেছা (৪৫)’র ০৬ বছর বয়সী এক শিশু কন্যা’কে পালিত মেয়ে হিসেবে নিয়ে আসেন। সবিরন নেছা’র স্বামী বাবুল হোসেন মারা গেলে, সবিরন নেছা অন্যত্র বিয়ে করেন। এজন্য তার ০৬ বছর বয়সী শিশু কন্যাকে তার দুলাভাই নুর নবী’কে পালিত মেয়ে হিসেবে দেন সবিরন নেছা।

গেল প্রায় ০৬ বছর ধরে খালু’র বাড়িতেই বসবাস করে আসছে শিশু কন্যাটি। প্রতিদিনেরমত গেল ২১ আগস্ট (বুধবার) রাতের খাবার খেয়ে ওই শিশু কন্যা তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত আনুমানিক ১১টার দিকে পালিত মেয়ের ঘরে ঢুকে কৌশলে ওই শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে নুর নবী। শিশু কন্যাটি চিৎকার করলে নুর নবী পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার (২২ আগস্ট) লম্পট নুর নবী’কে আটক করে বিরল থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ভিকটিমের আরেক খালু সৈয়দ আপেল মাহমুদ (৪৫) বাদী হয়ে বড় ভায়রা নুর নবী’র নামে বিরল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের (০৯) (০৪) (খ) মামলা (নম্বর-৮/১৬৮) দায়ের করেন।

গ্রেফতারকৃত লম্পট নুর নবী’কে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বিরল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) বাবুল চন্দ্র রায়।
[24/08, 18:13] md Asmot: বান্দরবানের গোয়ালিয়া খোলা মডেল উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার

বান্দরবান সদরের গোয়ালিয়া খোলা এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম, দূর্নীতি এবং বৈষম্য সৃষ্টির অ‌ভি‌যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক “সাধন চন্দ্র সুশীল” কে দায়িত্ব হতে অপসারণের দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শ‌নিবার (২৪ আগস্ট) সকালে বান্দরবান গোয়ালিয়া খোলা এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গ‌নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব‌্যানা‌রে বিদ‌্যাল‌য়ের শিক্ষক, অ‌ভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন ক‌রে।
এসময় বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন সময় কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করা ছাড়াও স্কুলের একাউন্ট থেকে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে চেকের মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও আরো অনেক অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব‌্যবস্থা নেয়ার দা‌বিও জানান বক্তারা।

আরো পড়ুন।

 

http://সাংবাদিক সহ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার পাঁচজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *