বেনাপোল সীমান্তে ১৪ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার আটক ৫।

বেনাপোল সীমান্তে ১৪ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার আটক ৫।

বেনাপোল সীমান্তে ১৪ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার আটক ৫।

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।

যশোরের বেনাপোল পোর্ট থানার
সীমান্তবর্তী দৌলতপুর গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা মূল্যের ৪শ‘ ৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পাঁচ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ভোর থেকে বিকেলে পর্যন্ত অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আলতাফ হোসেন (৫০), একই এলাকার খোরশেদ আলীর ছেলে আরিফ হোসেন (৩৫), মৃত বরকত আলীর ছেলে শফিকুর রহমান ওরফে ডালিম (৩৪), ফজের আলীর ছেলে নয়ন হোসেন (২৬) ও মৃত সাহেব আলীর ছেলে আরিফুর হোসেন (৩৫)।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লে. মোঃ রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে মোট ৪শ‘ ৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে র‌্যাব কৌশলে এক জনের মাধ্যমে আর একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করে এসব ফেন্সিডিল উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের চালান সরবরাহের জন্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা ছিল। যার মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল।আটককৃত আসামী আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং অপর আসামী আরিফুল ইসলামের বিরুদ্ধে তিনটি মাদক মামলা, একটি হত্যা চেষ্টা মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

 

আরো পড়ুন।

 

http://হ্নীলায় কৃষক দলের সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ দেশ থেকে সৈরাশাসকের প্রেতাত্মাদের উৎখাত করতে হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *