খাগড়াছড়ি সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবার মানোন্নয়নের লক্ষে ভাইবোনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের হল রুমে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)এবং কতৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে এরিয়া- কো-অর্ডিনেটর টিআইবি, খাগড়াছড়ি মোঃআব্দুর রহমান এর সন্ঞালনায় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ ভাইবোনছড়া এর সম্বনয়ক হীরা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন এর চেয়ারম্যান সুজন চাকমা।
অনুষ্ঠানের শুরুতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্বপন দে পরিবার পরিকল্পনা কেন্দ্রের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় জিনিসের অভাবের কথা তুলে ধরেন।তিনি বলেন প্রয়োজননীয় জিনিসপত্রের অভাব,একজন ফার্মাসিস্ট এবং একজন পরিছন্ন কর্মীর অভাব রয়েছে।
সেবা গ্রহিতাদের বিভিন্ন দাবী নিয়েও আলোচনা করা হয় যেমনঃযথাসময়ে স্বাস্থ্য কেন্দ্র খোলা,নিয়মিত ডাক্তার থাকা,একজন মেডিকেল অফিসারের ব্যবস্থা করা,পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা,ভাইবোনছড়া থেকে সদর হাসপাতালের দূরত্ব বেশি এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় গর্ববতী মায়েদের সেবা সবসময় যাতে পাওয়া যায় সে দাবী জানানো হয়।
এসময় প্রধান অতিথি স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় জিনিসের অভাবের কথা শুনেন এবং এগুলোর সমাধানের জন্য দিক নির্দেশনা দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক মোঃ জহুরুল আলম,সনাক সদস্য মোঃআবুল কাশেম।
এসময় আরো ছিলেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজির) সদস্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ ও ইয়েস সদস্য গন উপস্থিত ছিলেন।
আরো পড়ুন।
http://জামায়াতে ইসলামী আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথ সভা।