খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের অ্যাকটিভ সিটিজেন গ্রুপ ( এসিজি) এর সাথে সচেতন নাগরিক কমিটি( সনাক) এর স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ (ডিসেম্বর) ২০২৪ ইং সকালে ভাইবোনছড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ভাইবোনছড়া এসিজির সমন্বয়ক হিরা ত্রিপুরার সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর সদস্য বিধান রায় বিশ্বাস।
টি আই বির খাগড়াছড়ি জেলা কো- অর্ডিনেটর আব্দুর রহমান এর সন্ঞালনায় আরো উপস্থিত ছিলেন ভাইবোনছড়া এ সি জির সহঃসমন্বয়ক কামরুল হাসান সহঃ সমন্বয়ক ছকিনা বেগম।
এসময় প্রধান অতিথি এসিজির বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সনাকের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।তিনি বলেন টিআইবির সাথে সমন্বয় করে সনাক এবং এসিজির কাজ করছে এতে করে সমাজ এবং রাস্ট্রের বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতি অনেকাংশে কমেছে।
আরো উপস্থিত ছিলেন এসিজির সদস্য বৃন্দসহ ইয়েস সদস্য গন।
আরো পড়ুন।
http://বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন সম্পন্ন।