খাগড়াছড়ি সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুস্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন মহিলা দলের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুস্ঠিত হয়।
সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিটুন রানী ত্রিপুরার সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা মহিলা দলের সিনিয়র সহঃসভাপতি ,মারিয়াম আক্তার,জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক,
আকলিমা খানম, ভাইবোনছড়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ নুর নবী,সাধারণত সম্পাদক, প্রিজুয়েল ত্রিপুরা,
সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুরজিনা চাকমা,
উপজেলা মহিলা দলের সিনিয়র সহঃসভাপতি হ্যাপি চাকমা, সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কুলছুম বেগম।
এসময় সভাপতির বক্তব্যে কুহেলী দেওয়ান বলেন দীর্ঘ দিন আওয়ামীগীগ জনগনকে জিম্মি করে রেখেছে, মানুষের ভোটের অধিকার কেরে নিয়েছে, মানুষকে স্বাধীনভাবে চলতে দেয়নি।তিনি আরো বলেন আওয়ামীলীগ কখনোই জনগনের কথা চিন্তা করেনি।
আগামীতে বিএনপি সরকার গঠন করলে জনগনের এসকল অধিকার নিশ্চিত করবে।জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিবে,এবং জনগনের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন।
এতে আরো উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, শাহনাজ বেগম লাকী,সাধারণ সম্পাদক,কল্পনা ত্রিপুরা,
সাংগঠনিক সম্পাদক, মারসি চাকমাসহ ভাইবোনছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা নেত্রীবৃন্দসহ ভাইবোনছড়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল ও অংঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন।
http://খাগড়াছড়ি রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।