নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি যুবকদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকৃতরা হলেন, দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।
বিজিবি জানায়,উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময়,কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছে ।
ডিমলা থানাধীন কালীগঞ্জ সীমান্ত নামক স্থানে বিজিবি সদস্যরা ৭৯৪ নং পিলারের ১০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী ৪যুবক কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।এসময় হাবিলদার ফারুকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
এসময় বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে বাংলাদেশী ২৫,১৭০ টাকা, ভারতীয় ১৬০ রুপি, দুইটি চার্জার,একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েট ফোন,দুইটি এনআইডি কার্ড,একটি জন্ম নিবন্ধন জব্দ করে।অনুমান দুই টার সমায় ডিমলা থানায় সোর্পদ করা হয়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফজলে এলাহী(ওসি)বলেন, আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। জব্দ তালিকা তৈরি করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আরো পড়ুন।
http://খাগড়াছড়ির দিঘিনালায় তিন পর্যটক অপহরণ পঞ্চাশ লক্ষ্য টাকা চাঁদা দাবি পুলিশের তৎপরতায় উদ্ধার