শাহরাস্তিতে সৌহার্দ্য সম্প্রতির যে সেতুবন্ধন রয়েছে তা বজায় রাখতে হবে
.... পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য সচিব মোঃ সামিউল মাসুদ
মোঃ জসিম উদ্দিনঃ শাহরাস্তি উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা, পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য সচিব মোঃ সামিউল মাসুদ বলেছেন, শাহরাস্তিতে সৌহার্দ্য সম্প্রতির যে সেতুবন্ধন রয়েছে তা অন্য কোথাও নেই। আপনারা এখনো সেই সম্প্রতি বজায় রেখেছেন দেখে ভালো লাগছে। আপনাদের এ পরিবেশ বজায় রাখতে হবে। তিনি বলেন, মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী আমার একজন অভিভাবক ছিলেন। সাধারণত উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা চেয়ারম্যানের তেমন বনিবনা হয়ে থাকে না। কিন্তু দেলোয়ার হোসেন মিয়াজীর সাথে আমার সম্পর্ক ছিল নিবিড়। ওনার স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টের দাওয়াত পেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি।
শাহরাস্তিতে আসতে আমার ভালো লাগে এখানের পরিবেশ অনেক ভালো। আপনাদেরকে একসাথে দেখে ভালো লাগছে।
শনিবার রাতে মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। মোঃ মনির হোসেন মিন্টুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, টুর্নামেন্টের উপদেষ্টা মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম প্রমুখ। উক্ত ফাইনাল খেলা উপলক্ষে হাজার হাজার দর্শকের আগমন ঘটে। সন্ধ্যা ৭ টায় আয়নাতলী স্পোর্টিং ক্লাব ও নিজ মেহের ইয়ং স্টার ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে ৩-০ গোলের ব্যবধানে নিজ মেহের ইয়ং স্টার ক্লাব জয়লাভ করে।
আরো পড়ুন।