মাদক সেবনে বাধা দেওয়ায় সাবেক ইউপি সদস্য কে মারধরের অভিযোগ সাতকানিয়ায়
চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া ৪নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় চিন্তত মাদককারবীদের কে মাদক সেবনে বাধা দেওয়াই সাবেক ইউপি সদস্য নুরুল আমীনকে মারধরের অভিযোগ উঠেছে।
১৯ আগস্ট সোমবার বিকেল কেঁওচিয়া ২নাম্বার ব্রীজ সংলগ্ন মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাবেক ইউপি সদস্য নুরুল আমিন জানান,
আমার ভাড়া বাসার তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে মাদকসেবন করছিল এলাকার ইকবাল হাসান। মাদকসেবন অবস্তায় স্থানীয় লোকজন নিয়ে আমরা তাকে আটকিয়ে ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দিলে, পু্লিশ আসার আগে, সে ফোন করে তার ভাই মিজান, আশিক ইকবাল সহ প্রায় ২০ জন লোক এসে আমাকে মারধর করে ইকবাল হাসান কে নিয়ে আমাকে হত্যা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য সাতকানিয়া হাসপাতালে নিয়ে যায় আমাকে।
ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, মিজান এবং তার ভাইরা স্থানীয় চিন্তত মাদককারবী এবং মাদকসেবন কারী তাদের বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলে না। আজকে ও মিজান, নুরুল আমিন মেম্বারের ভাড়া বাসাতে নেশা করতেছে ঐসময় স্থানীয় লোকজন তাকে আটক করেন,পরে তার ভাই রা খবর পেয়ে নুরুল আমিন মেম্বার কে মারধর করে তার ভাই মিজান কে নিয়ে যায়।
মারধরের বিষয়ে বিবাদীদের কাছে জানতে চাইলে তারা বলেন আমি ওয়াশরুমে গিয়েছি আমি মাদক সেবন করিনি
অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।