মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় উপজেলার সাহরাইলে সায়েস্তা ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সবামেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদকের ব্যবসা করে আসছে। তাদের দলীয় দাপটে কেউ এর প্রতিবাদ করতে সাহস পেতেননা। যারা প্রতিবাদ করতেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো।
বক্তার আরো বলেন মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষে গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন হওয়া জরুরী।
বিক্ষোভ সমাবেশে সায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ রাসেল সঞ্চালনায় ও সায়েস্তা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শরিফ মৃধা সভাপতিত্বে এবং সায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সিজান মৃধার সার্বিক সহযোগিতায় বক্তব্য রাখেন, সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ উদ্দিন, সায়েস্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলতাফ প্রমুখ।
আরো পড়ুন।
http://খাগড়াছড়ির দিঘিনালায় তিন পর্যটক অপহরণ পঞ্চাশ লক্ষ্য টাকা চাঁদা দাবি পুলিশের তৎপরতায় উদ্ধার