মির্জাগঞ্জে বিএনপি কর্তৃক মিলাদ ও দোয়া অনুষ্ঠান
মোঃ আবুল বাসার সাইফুল
স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতরা এদেশের সূর্য সন্তান এবং জাতীয় বীর। বিপ্লবী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত প্রত্যেক সদস্য এবং তাঁদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাঁদেরকে স্যালুট জানাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জন্য একটা আশীর্বাদ, দেশ পুনর্গঠনের জন্য তাদের যথেষ্ট পরিমাণ সময় দেওয়া উচিত।
০২ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মির্জাগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও বন্যায় মৃত্যু বরণকারীদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। বিএনপির নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে থাকার নির্দেশ দিয়ে বলেন- আওয়ামিলীগের প্রেতাত্মারা যাতে কোনক্রমেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। তিনি বলেন- স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এখন পালিয়ে আছে, সুযোগ পেলেই ছোবল মারতে পারে, দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার কাজে লিপ্ত আছে, তারা বিভিন্নরূপে আবির্ভূত হয়ে দেশ ও জাতিকে ধ্বংস করার পাঁয়তারা করতেছে। যাতে তারা বিন্দু পরিমাণেও এদেশের কোনো ক্ষতিসাধন করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। ভারত সরকারের প্রতি তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন- তারা ইচ্ছেকৃতভাবে এদেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাই তারা পরিকল্পিতভাবে বাঁধ খুলে দিয়ে এদেশকে পানি দ্বারা ডুবিয়ে দিয়ে বহু জানমালের ক্ষয়ক্ষতি করেছে।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন শিকদারের সভাপতিত্বে এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বেগম সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা বিএনপির এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী এবং সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাও. আবুল কালাম আজাদ।
আরো পড়ুন।