চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসন, পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ অভিযানে পাহাড়ে মাটি কাটার সময় স্কেভেটর জব্দ ও ২ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
৬ নভেম্বর দুপুরে চট্টগ্রাম উত্তর বনবিভাগের ইছামতী রেঞ্জের রাউজানঢালা বিট কাম চেক ষ্টেশনের রাউজান উপজেলার কদলপুর এলাকার কদলপুর মৌজাস্থ অনুন্নয়ন খাতের আওতায় ২০১৭-১৮ সালে সৃজিত ৭০.০ হেক্টর সামাজিক বাগানে কিছু দুষ্কৃতিকারী অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম, ইছামতী রেঞ্জ ফরেস্ট অফিসার মো: সাজ্জাদ হোসেন, রাউজান থানা পুলিশ, ইছামতী রেঞ্জের সংশ্লিষ্ট টহলদল এবং স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের সমন্বয়ে এক যৌথ অভিযান পরিচালনা করে পাহাড়ে মাটি কাটা অবস্থায় একটি স্কেভেটর জব্দ করা হয়। পাশাপাশি তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে পরবর্তীতে পাহাড়ে মাটি কাটবেনা মর্মে মুচলেকা নিয়ে জব্দকৃত স্কেভেটর মালিককে বুজিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম কায়চার যৌথ অভিযানে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
আরো পড়ুন।
http://ভাঙা ঘরে উঁকি মেরেছে চান্দের আলো