রাগ করোনা লক্ষী সোনা
রাগ যে বেশি ভাল না,
রেগে বেগে ক্ষিপ্ত হয়ে আমায় তুমি ভুলনা,
আজকে তুমি রাগ করছো, দু:খ পাবো তাতে,
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি,
সবারই একদিন যেতে হবে হয়তো
একদিন তো যাবো আমি ও মরে
বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে,
ভুল বোঝবে আমাকে, মনে নিবোনা কিছু, তবুও ভাববো মিস করছো আমাকেই শুধু।
আরো পড়ুন।