বান্দরবান জেলার লামার ফাইতং ইউনিয়নের বড় মুসলিম পাড়া ও বাজারের মসজিদের টাকা ও কবরস্থানের জায়গা জবর দখল করে নিয়েছে বড় মুসলিম পাড়ার সাবেক সর্দার ও তার অনুসারীরা।
দীর্ঘ তিন বছরের মসজিদের অনুদান দেয়া সমাজের থেকে প্রতি মাসিক চাঁদা আদায়ের টাকা ও মসজিদের গাছ বিক্রির টাকা ও বিভিন্ন খাতে আয়ের টাকা নিয়ে দুর্নীতি ও আত্মসাত করার কারণে বিগত মাস কয়েক আগে সাবেক সর্দার শুক্রের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু লোকজন বলেন দীর্ঘ তিন বছর মসজিদের মুয়াজ্জিন না থাকার সত্বেও মুয়াজ্জিমের বেতন টাকা হিসাবের খাতায় উল্লেখ করে রাখে এই সাবেক সর্দার।বড় মুসলিম পাড়ার সমাজের সাবেক সর্দার মোঃ হেলাল উদ্দিন ও স্থানীয় মসজিদ কমিটির লোকজন বলেন বিগত সর্দার নির্বাচনের পর ও সাবেক আয়ের টাকা সহ ০৪-০৬-২০২১ ইং তারিখে হইতে ০১-০৬-২০২৪ ইং তারিখ পর্যন্ত সর্বমোট মসজিদের বিভিন্ন খাতে আয়ের উৎস ১,২৬৭,৫০০ টাকা হয় । হেলাল উদ্দিন আরো বলেন দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে আমি এলাবাসীকে বলে আসলে ও তাড়া আমার কথায় সাড়া দেয় নাই ।
পরবর্তীতে জানা যায় আমি সমাজের বেশ কিছু লোকজন সহ যখন মসজিদের অনিয়মের কথা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দাঁড়ায় তখন সাবেক সর্দার ও তার অনুসারীরা হিসাবে করতে বসতে বললেন আমরা সবাই তার প্রস্তাবে রাজি হয়ে মসজিদের আয় ব্যয় ও কবরস্থানের জায়গা জবর দখলের বিষয়ে সমাজের সকল কে নিয়ে বসলে ১,২৬৭,৫০০ টাকার মধ্যে সাবেক সর্দার শুক্রর ও তার সহযোগীরা ৫ লক্ষ টাকার মত হিসাব দেয় বলে জানা যায়। বাকি টাকার হিসাব চাইতে গেলে সমাজের স্থানীয় এলাকাবাসী সাথে শুক্রর সর্দার ও তার অনুসারীদের সাথে সাথে তর্ক বিতর্ক হয় বলে জানান এলাকার সংশ্লিষ্টরা ব্যক্তিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে কবরস্থানের জায়গা জবর দখল করে রেখেছে সাবেক সর্দার নজির আহম্মদ ও তার অনুসারীরা। এই ব্যাপারে জানতে নজির আহম্মেদ মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন সুইচ অফ দেখা যায়।
বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দেশ দ্বিতীয় পর্যায়ে স্বাধীনতা ফিরে পেলেও লামার ফাইতং বড় মুসলিম পাড়া সমাজসেবার নামে দূর্নীতি ও অনিয়মের আখড়া, মসজিদের টাকা আত্মসাৎ কারীদের মহুড়া আরো অধিক বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন ফাইতং ইউনিয়নের জনসাধারণ।
সর্বশেষ ফাইতং বড় মুসলিম পাড়ার সর্বস্তরের মানুষ বলেন সাংবাদিক জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা আমাদের মসজিদের প্রকৃত মূলধন ও আয়ের উৎস বাকি টাকা হিসাবের জন্য জোর দাবি করেন। পরবর্তিতে তারা আরো বলেন সমাজ সেবার নামে দুর্নীতিবাজ মসজিদের টাকা আত্মসাৎকারি সাবেক সর্দার শুক্রর ও কবরস্থানের জায়গা জবর দখল করে রাখা সাবেক সর্দার নজির আহম্মদ সহ তাদের অনুসারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহণ করতে লামা উপজেলা প্রশাসক ও লামা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ফাইতং ইউনিয়নে ৮ নং ওয়ার্ড সর্বস্তরের জনসাধারণ ।
আরো পড়ুন।
http://বান্দরবানে সমাজসেবার কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো।