চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ হাজার ইয়াবা উদ্ধার ও
২ ইয়াবা কারবারীকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যাবহৃত একটি গাড়ীও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর ৮ নং ওয়ার্ডের কসমোপলিটন এলাকার আব্দুল হালীম চৌধুরীর ছেলে শাহীন চৌধুরী(৩৬), অপরজন চট্টগ্রাম শহরের একই থানাধীন নাছিরাবাদ ২ নং গেইট এলাকার ৮ নং ওয়ার্ডের আলী আকবরের ছেলে আলমগীর হোসেন(৩৩)। তারা কক্সবাজার থেকে ইয়াবাসহ নোহাগাড়ীযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।
আজ বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জনবানীকে বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জন ইয়াবা কারবারিকে আটক করি এবং তাদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করি।
তাদেরকে বহনকারী একটি নোহাগাড়ী জব্দ করি, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
২১ নভেম্বর সকালে আটককৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হবে।
আরো পড়ুন।
http://ধনবাড়ীতে শহীদ জিয়া সৈনিক দলের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।