লোহাগাড়ায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিসকে ট্রাকচাপায় হত্যা চেষ্টা : ২জন আটক, ট্রাক জব্দ।
ওসমান গনি,
বিশেষ প্রতিনিধি :
আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করা সেই ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।
আজ ২৭ নভেম্বর (২৭ নভেম্বর) রাতে চট্রগ্রামের লোহাগাড়া থানা পুলিশ তাদের আটক করে। তবে আটক সেই ড্রাইভার ও হেলপারের নাম পরিচয় জানা যায়নি।
এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।
বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গতঃ গতকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলহাজতে প্রেরিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ। এছাড়াও পুলিশের ১২ জন সদস্যও আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন।
http://রুহিয়া উচ্চ বিদ্যালয়ে সাত,জন শিক্ষক ও কর্মচারী বিদায় সংবর্ধন