শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও ১ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী

শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও ১ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী

শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও ১ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী

লোকমান।
কক্সবাজার জেলা প্রতিনিধি।

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৪ (শুক্রবার): গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হয়েছিলেন। ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতিকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে অদ্য ২৫ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১০৩৫ ঘটিকায় চকোরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ (৩৫) ওরফে ভিন্ডি কামালকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল উক্ত ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে। অদ্যাবধি উক্ত হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। উক্ত ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃতকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আরো পড়ুন।

 

http://বাঁশখালী সাধনপুর ইউনিয়ন পরিষদে আগত প্রান্তিক মুসলমানদের জন্য এবাদত খানা ও পরিষদের প্রধান গেইট শুভ উদ্বোধন করা হয়েছে

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *