শহীদ সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন শ্রীবরদী সরকারি কলেজ শিক্ষকমন্ডলী

শহীদ সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন শ্রীবরদী সরকারি কলেজ শিক্ষকমন্ডলী

শহীদ সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন শ্রীবরদী সরকারি কলেজ শিক্ষকমন্ডলী

মেহেদী হাসান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষকরা। নিহত সবুজ ওই কলেজ থেকেই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আলিফ উল্লাহ আহসান ও উপাধ্যক্ষ মো. আকরাম হোসাইন এবং কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রিফাত আহমেদ সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী এবং বেশ কয়েকজন শিক্ষার্থী সোমবার (১২ই আগস্ট) বিকেলে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রূপার পাড়া গ্রামের শহীদ সবুজ হাসানের বাড়িতে যান। উপস্থিত সবাই মিলে শহীদ সবুজের কবর জিয়ারত করেন। পরে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক সবুজের বাবা আজহার আলীর হাতে ১লক্ষ টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি ও ভলান্টিয়ার শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজিদ হাসান শান্ত, মনিকা আক্তার, ইসমাইল, শেখ ফরিদ, আকিদুর প্রমুখ।

উল্লেখ্য শ্রীবরদীর রূপার পাড়া গ্রামের আজহার আলীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী সবুজ হাসান শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ই আগস্ট দূর্বৃত্তদের গুলিতে নিহত হন। স্থানীয়রা সবুজ হত্যার বিচার চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *