শান্তি, শৃঙ্খলা, একতা ও ভ্রাতৃত্ব বিনির্মাণে দক্ষিণ ইলশার সামাজিক ও মানবিক সংগঠন আলোকবর্তিকা’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বিজয় দিবস উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২১শে ডিসেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওয়াহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আহমেদ উল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজ প্রতিনিধি জনাব আবু আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব দেলোয়ার হোসেন তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ প্রতিনিধি জনাব দেলোয়ার আজীম, চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব কামরুল হাসান তালুকদার সোহেল, বিএম গ্যাসের মার্কেটিং ম্যানেজার জনাব শাহজাহান তালুকদার, বিশিষ্ট পল্লী চিকিৎসক ও শিক্ষানুরাগী জনাব মোঃ হারেছ, পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম, রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আনছার উদ্দিন, বাঁশখালী এক্সপ্রেসের সিইও জনাব রহিম সৈকত এবং এলাকার গন্যমান্য সচেতন নাগরিকবৃন্দ। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকবর্তিকার সাবেক সভাপতি ইফতেখারুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আলী আজগর, আবু নাছের নিপু,শাহাদাৎ হোসেন,মনিরুল আলম,রায়হান উদ্দিন, রায়হান তালুকদার,ইমাম হোসেন,মুবিন উদ্দিন,হাবিব মনজুর,শাহেদুল ইসলাম,খোরশেদুল আলম, মোঃ দুলাল, মোঃ আদিল, জাবেদ হোসেন,হামিদুল্লাহ,রাশেদুল ইসলাম ও রবিউল আউয়াল। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত আরাফাত হোসেন অনি, এইচএসসি গোল্ডেন জিপিএ প্রাপ্ত সানজিদা আফরিন তালুকদার,জিপিএ ৫ প্রাপ্ত রাশেদুল ইসলাম ও আলিফা হোসেন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শাহরিয়ার উদ্দিন তুষার,খোরশেদুল আলম, আনিকা হোসেন মুনা সহ সর্বমোট ৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠান সফল ও সার্থক করার পেছনে যারা যারা প্রত্যক্ষ ও পরোক্ষ সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
আরো পড়ুন।