চাঁদপুরের কৃতি সন্তান, সাংবাদিক নেতা বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রুহুল আমিন গাজী আমাদের অনুপ্রেরণা, কারা নির্যাতিত সাহসী কলম সৈনিক হিসেবে নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল একজন অভিভাবক হারিয়েছেন। সাংবাদিক মহল রুহুল আমিন গাজীর অবদান সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি সজল পাল, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, কোষাধ্যক্ষ জামাল হোসেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আহমেদ। দোয়া ও মিলাদ মাহফিলে শাহরাস্তি প্রেসক্লাবের সহযোগি সদস্য সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন।
http://নৌবাহিনীর অভিযানে মাদক সহ ৩যুবক আটক