শ্রীবরদীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল
মাসুদুর রহমান স্টাফ রিপোর্টার,শ্রীবরদী
ঝিনাইগাতী আসনের সাবেক এমপি শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল শ্রীবরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ২৯ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সাম্প্রতিক সময়ে শেরপুরে কোন সংখ্যালঘু সম্প্রদায় কোন সহিংসতার শিকার হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মের মানবাধিকার ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। অপরাধীদের কোন দল নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের দলে কোন ঠাই নেই। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি রেজাউল করিম বকুল, ডেইলি ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মনজুরুল ইসলাম, সাংবাদিক ফিরোজ আহমেদ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল,
মাসুদুর রহমান দৈনিক আলোকিত নিউজ,দৈনিক সংগ্রামের প্রতিনিধি জাকির হোসেন,দৈনিক দেশের কন্ঠের প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ, সাংবাদিক আবু হোরায়রা প্রমূখ।
আরো পড়ুন।