পৈতৃক ওয়ারিশী সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি বিরোধে ভাই মামলা করেছে ভাইয়ের বিরুদ্ধে।
কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটে আদালতে আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) ২০২৪ খ্রীঃ মোঃ জসিমউদ্দীন মাস্টার বাদী হয়ে মামলা দায়ের করেছে।
দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের যোগী খালী গ্রামের মৃত ছফির উদ্দিনের দুই ছেলে জসিম উদ্দিন মাস্টার ও মোঃ ফজলুল হক। তারা দুইজন সৎ ভাই। বাদী পৈতৃক ওয়ারিশী সূত্রে প্রাপ্ত হয় সাড়ে তিন শতাংশ এবং সৎ ভাই ফজলুল হকের নিকট থেকে ক্রয় করে মালিক হয় সাড়ে তিন শতাংশ।
বাদী ২৪/৮/২০২২ খ্রীঃ ৮৪৭৭ নং সাফ কাওলা দলিল মূলে মালিক হয়। কিন্তু এতদ পর্যন্ত জায়গার দখল বুঝিয়ে দিচ্ছেনা। দখল চাইলে উল্টা হুমকি দেয়।
সরজমিনে গিয়ে জানা যায়, বিবাদী ফজলুল হক জনৈক মোস্তফার নিকট জমি বন্ধক দিয়ে রাখছে। দখল চাইলে আরো বিভিন্ন ধরনের হুমকি সহ মারপিঠ করতে উদ্যত হয়।
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আদালতে মামলা দায়ের করিলে আদালত মামলাটি তদন্তের জন্য কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেন।
আরো পড়ুন।
http://নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়ll