সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ির পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।
নুরুল ইসলাম (টুকু)
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।
০৫ সেপ্টেম্বর, (বৃহস্পতিবার) দুপুরে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের স্থানীয় সরকার উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এ সময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ জহুরুল আলম, সাংবাদিক এইচ.এম.প্রফুল্ল, শাহরিয়ার ইউনুস, সমির মল্লিক, মোবারক হোসেন সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী গণ পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও অতিরিক্ত পৌর কর, ফুটপাত দখল, খাগড়াছড়ির পৌর কাউন্সিলর-মেয়রের নিজ স্বার্থে সড়ক সম্প্রসারণ, কালভার্ট নির্মাণ, অনিয়ম-দুর্নীতি, বৈষম্য,নানা অভিযোগসহ পরামর্শ তুলে ধরেন।
এসময় পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বাজারের ফুটপাত দখল,বাজার সিন্ডিকেট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, টমটমকে লাইসেন্স এর আওতায় আনা সহ সকল বিষয়ে কাজ করা হবে এবং পৌরসভাকে একটি জনবান্ধন পৌরসভায় রুপান্তর করা হবে। কোন ধরণের বৈষম্য থাকবে না বলে সাংবাদিকদেন আস্বস্ত করেন।
আরো পড়ুন।
http://সদরঘাট থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কে গ্রেপ্তার করেছে পুলিশ।