সাতকানিয়ার দিনমজুর বাদশা পেলেন নতুন ঘর।
সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম:
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দিনমজুর বাদশা মিয়া স্বপ্নের নতুন ঘরের মালিক হয়েছেন। স্থানীয় দানশীল ব্যক্তি জনাব ফোরকান উদ্দিনের অর্থায়নে ড্রিমার্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই ঘরটি নির্মিত হয়েছে। এতে স্বেচ্ছাসেবা দেন স্থানীয় যুবক মহিউদ্দিন চৌধুরী ও শেখ শরিফ।
ঘরটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছদাহা ইউপির চেয়ারম্যান জনাব মোরশেদুর রহমান চৌধুরী, ছদাহা মোহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও পূর্ব কাজীর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবু মুসা সিদ্দিকী এবং ইউপি সদস্য তৌহিদুল ইসলাম।
জানা যায়, বাদশা মিয়া দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে এক অত্যন্ত জীর্ণ ও ঝুকিপূর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। এক বর্ষার পানিতে ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি পরিবারসহ একটি শামিয়ানার নিচে আশ্রয় নিয়েছিলেন। এই পরিস্থিতি দেখে স্থানীয় দাতা ফোরকান উদ্দিন তাঁকে নতুন ঘর নির্মাণ করে দিতে এগিয়ে আসেন।
নতুন ঘর পেয়ে বাদশা মিয়া অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, “আল্লাহর রহমতে আমি একটি নতুন ঘর পেয়েছি। যিনি আমাকে এই ঘর উপহার দিয়েছেন, আল্লাহ তাঁকে আরও বেশি করে দান করুন।”
ড্রিমার্স ফাউন্ডেশনের পক্ষে সামাজিক উদ্যোক্তা সাইফুল ইসলাম জানান, ” প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহ বাদশা মিয়ার মতো অনেক দরিদ্র মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। দাতাদের সহযোগিতায় আমরা আরও অনেক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।”
আরো পড়ুন।
http://চকরিয়ায় চিংড়ি ঘেরে যুবক গুলিবিদ্ধ।