সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে সাধারণ মানুষের নাগালের বাইরে সকল জিনিসের দাম।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
আওয়ামী লীগ সরকারের পতনের আগেই নিত্যপণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। দ্রব্যমূল্য দ্রুত বেড়েছে, এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দাম নিয়ন্ত্রণে প্রথম থেকেই যথেষ্ট গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার।
বাজারে এই বাড়তি চাপ সামলাতে সরকার হিমশিম খাচ্ছে। দায়িত্ব গ্রহণের দুই মাস পর কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে—কয়েকটি পণ্যের শুল্ক ও কর কমানো হয়েছে এবং আরও পণ্যের ওপর শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, বাজারে নজরদারি বাড়াতে জেলায় জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে।
তবে এরই মধ্যে ভোজ্যতেল, চিনি আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে। ডিম, ব্রয়লার মুরগি, চাল ও আটার দামও লাগামহীন হয়ে উঠেছে, সবজির বাজারও অস্বাভাবিকভাবে বেড়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়েছে, এবং তারা ক্রমাগত কষ্টে দিন কাটাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল বুধবার ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, কারওয়ান বাজারে ট্রাকে থাকা অবস্থায় চারবার ডিমের হাতবদল হয়েছে। তাঁর মতে, বর্তমান সরকার এখনো কোনো ‘সিন্ডিকেট’ ভাঙতে সক্ষম হয়নি; শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে বলেছেন, সরকার দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নিয়েছে, যাতে জনগণের জীবনযাত্রা সহজ হয়।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে মুদ্রা সরবরাহ কমানোর নীতি গ্রহণ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে গত ৫ সেপ্টেম্বর পেঁয়াজ ও আলু আমদানিতে শুল্ক-কর কমানো হয়, তবে এর বাইরে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল না। এতে আরও কিছু পণ্যের দাম বেড়ে যায়। এরপর গতকাল চিনির শুল্ক-কর কমানোর ঘোষণা আসে। তার আগে গত মঙ্গলবার ৪.৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।
সরকারি একটি সূত্র জানায়, সম্প্রতি সরকারের এক উচ্চপর্যায়ের বৈঠকে ভোজ্যতেল ও ডিমের ওপর শুল্ক-কর কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে এসব পদক্ষেপগুলো সবই নেওয়া হয়েছে দাম বাড়ার পর, আগাম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। তবে এতে কিছুটা সময় লাগবে।”
আরো পড়ুন।
http://টাংগাইলের সখিপুরে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা।