প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৪:২৪ পি.এম
হেডলাইন -সাহিত্যে জনপ্রিয়তার শীর্ষে তুলতুল।
হেডলাইন -সাহিত্যে জনপ্রিয়তার শীর্ষে তুলতুল।
চট্টগ্রামের মেয়ে তরুণ লেখক শাম্মী তুলতুল। বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই । যেমন. কালের কন্ঠ. প্রথম আলো। কবাংলাদেশ প্রতিদিন.ইত্তেফাক.খোলা কাগজ.প্রতিদিনের সংবাদ.এন টিভি অনলাইন. মানবকন্ঠ.আজাদী. পূর্বকোণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে দুই বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে। লেখালেখি করে আছেন জনপ্রিয়তার শীর্ষে। লিখছেন জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার বাংলা পত্রিকাগুলোতেও।
পড়ালেখায় চরম ফাঁকিবাজ ছিলেন টিচার এলে নানা ওজুহাতে তাড়াতেন। কিন্তু অতি ভালো রেজাল্ট না করে ভালো ফলাফল করে দেশ সেরা কলেজ চট্টগ্রাম কলেজের ছাত্রী এবং বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক।
একটি রক্ষনশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে সাহিত্যিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।।
।খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজশ্র মানুষের ভালোবাসা।
দাদাও একজন লেখক।নানীও কাজী লতিফা হক বেগম পত্রিকার সুপরিচিত লেখক ছিলেন। উল্লেখ্য যে দাদা আব্দুল কুদ্দুস মাষ্টার কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালের বন্ধু ছিলেন। এর উপর ভিত্তি করে তিনি লিখেছেন উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল।
এই পর্যন্ত বইয়ের সংখ্যা ১৬ টি। ভারতে প্রকাশিয় হয়েছে ২০২২ কলকাতা বইমেলায় তার গল্পের বই “নরকে আলিঙ্গন”।বইটি পুরা ভারত জুড়ে
ফ্লিপকার্ট অনলাইনে পাওয়া যাচ্ছে।
স্বরচিত ছড়া পাঠ করে প্রথম পুরস্কার অর্জন করেন শিশু বয়সেই।
একে একে লিখেছেন মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, বাল্যবিবাহের ওপর লিখিত উপন্যাস পদ্মবু, এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি.পিপড়ে ও হাতির যুদ্ধ. নান্টু ঝান্টুর বক্স রহস্য. গণিত মামার চামচ রহস্য.টুনটুনির পাখি স্কুল. ভুত যখন বিজ্ঞানী এই বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়ে বেস্ট সেলার হয়েছে । লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার। যেমন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক পুরস্কার.মহাত্মা গান্ধী পিস এওয়ার্ড. বেগম রোকেয়া সুফিয়া কামাল পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার (ভারত)সাম্প্রতিক দেশকাল সাহিত্য পুরস্কার. সাউথ এশিয়া গোল্ডেন পিস এওয়ার্ড..কবি নজরুল সাহিত্য সম্মাননা আরও অসংখ্য পুরস্কার।
বাংলাদেশের সকল বই পাওয়া যাচ্ছে তার বাংলাদেশের সকল অনলাইন বইয়ের বাজারে। জনপ্রিয় ই বুক বইঘরে তার বই যেখোনো প্রান্ত থেকে তার পাঠকরা এপ্স ডাউনলোড করে পড়তে পারবেন। তিনি রেডিওতে অনুষ্ঠান পরিচালনা করে থাকেন এবং সংবাদ পাঠিকাও একজন।
তার লিখিত গল্প পিঁপড়ে ও হাতির যুদ্ধ জনপ্রিয় টিভি চ্যানেল দিপ্ত টিভিতে নাটক হিসেবে প্রকাশিত হয়।
তিনি কিছুদিন আগে বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হন। তিনি বলেন, বেগম রোকেয়া আমাদের আইডল। তাঁর চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে আমি গর্বিত। সব চেয়ে বড় কথা তিনিও লেখক ছিলেন। তিনি বলেন,লেখনি দিয়ে বিশ্বে নিজেকে তুলে ধরতে চান । কেমন বাংলাদেশ চান জিজ্ঞেদ করা হলে বলেন. একটি সুন্দর বাংলাদেশ চাই।কোটা আন্দোল ঘিরে কোটা বিরোধী আমি অনেক লেখালেখি করেছি। প্রতিবাদী কবিতাও লিখেছি।একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ এর আশা করি আমি ।
চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক অংগনে নিজ লেখা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তুলতুল। তিনি তার দেশ এবং চট্টগ্রাম শহরকে নিজ লেখনি দিয়ে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন।
আরো পড়ুন।
http://পার্বত্য চট্টগ্রাম ছাএ পরিষদ এর উদ্যোগে একাদশ শ্রেনী ও স্নাতক ১ম বর্ষের নবীন বরন ২০২৪ অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 ABN BANGLA TV. All rights reserved.